ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রের কোপে মুণ্ডচ্ছেদ। শুক্রবার সকালে হাড়হিম করা ঘটনা ঘটল ছত্তিশগড়ের (Chhattisgarh) সুরগুজা এলাকার উমরাদা গ্রামের গাগি পাড়ায়। দম্পতির পরিবার প্রথমে দুজনের দেহ দেখতে পায়। তারপরে তাঁরাই থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থসলে পুলিশ এসে দেগদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ফরেন্সিক বিভাগের আধিকারিকরা। যদিও কে বা কারা খুনগুলি করেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবারের সদস্যরাই প্রথমে দেহদুটি দেখতে পান
জানা যাচ্ছে, শুক্রবার সকালে একটি ঘর থেকে উদ্ধার হয়েছে দুজনের দেহ। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। সেই কারণে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে মৃতদেহ দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিছানাতেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল দুজনের দেহ। মাথায় ছিল আঘাতের চিহ্ন। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, প্রথমে মাথায় আঘাত করে দুজনকে অচৈতন্য করা হয়। তারপর তাঁদের নৃশংসভাবে খুন করা হয়েছে।
খুনের কারণ স্পষ্ট নয়
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত কারণেই দম্পতির পরিচিত কেউ দুজনকে খুন করে পালিয়ে যায়। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে খুনের আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর শোকস্তব্ধ মৃতদের পরিবার।