Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ লিভ ইন (Live In) সম্পর্কে ছিল মেয়ে আর তা মানতে না পেরেই মেয়েকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ভাইয়ের সঙ্গে মিলে মেয়ে খুন (Murder) করে বলে অভিযোগ শুধু তাই নয়, খুন করে নিজেই দেহ দাহ করার অভিযোগও উঠেছে অভিযুক্ত বাবার বিরুদ্ধে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে গুজরাটের বনসকণ্ঠ এলাকায়

গুজরাটে মেয়েকে খুন বাবা, গ্রেফতার ২

জানা গিয়েছে, মৃতার নাম চন্দ্রিকা চলতি বছরের শুরুতে হরেষ নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর গত জুন মাস থেকে আমেদাবাদের একটি ভাড়া বাড়িতে লিভ-ইন করতে শুরু করে ওই যুগল দু'জনে মিলে মধ্যপ্রদেশ রাজস্থানেও যান এদিকে মেয়ের জন্য থানায় নিখোঁজ ডায়েরি করে চন্দ্রিকার পরিবার তদন্তে নেমে রাজস্থান থেকে খুঁজে বের করা হয় হরেষ চন্দ্রিকাকে আগের একটি মামলার জন্য পুলিশ হরেষকে গ্রেফতার করে বাড়ি ফিরে যান চন্দ্রিকা জেল থেকে ছাড়া পেয়ে হরেষ দেখেন তাঁর ফোনে চন্দ্রিকা মেসেজ করেছেন, তাঁর বিয়ে ঠিক করছে পরিবারের লোকজন বিয়েতে মত না দিলে খুন হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেন চন্দ্রিকা চন্দ্রিকার নিরাপত্তা চেয়ে গুজরাটের হাই কোর্টের দ্বারস্থ হন হরেষ। এরই মাঝে শোনা যায়, গত ২৪ জুন আত্মঘাতী হয়েছেন চন্দ্রিকা আত্মহত্যার বিষয়টি মানতে চাননি হরেষ পুলিশের দ্বারস্থ হন সেই অভিযোগের ভিত্তিতে চন্দ্রিকার বাবা কাকাকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের

লিভ-ইন সম্পর্কে আপত্তি, রাগে মেয়েকে খুন করে দেহ দাহ করল বাবা