Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ সম্পত্তি (Property) নিয়ে পারিবারিক বিবাদ আগেই ছিল। এবার মদ (Alcohol) কেনার টাকা না দেওয়ার বাবাকে ইট দিয়ে থেঁতলে খুন ছেলের। শুধু তাই নয়, খুন করে বাবার মৃতদেহের পাশেই ঘুমিয়ে রইল ১৯ বছরের ছেলে। ইতিমধ্যেই খুনের দায়ে অভিযুক্ত তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ১১৩ থানা এলাকার সরফাবাদ গ্রামে। মৃতের নাম গৌতম। বয়স ৪৩। ঘুমন্ত অবস্থাতেই তাঁর উপর চড়াও হয় ছেলে। বারবার ইট দিয়ে মাথাউ আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা গৌতমের। পুলিশ সূত্রে খবর, এদিন মদ্যপান করার জন্য বাবার কাছে টাকা চেয়েছিল অভিযুক্ত। কিন্তু টাকা দিতে রাজি হননি গৌতম। এরপরই বাবার উপর চড়াও হয় ১৯ বছরের ছেলে। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে অভিযুক্ত। পুলিশকে অভিযুক্ত জানায়, খুনের পর বাবার মৃতদেহের পাশেই ঘুমিয়ে পড়ে সে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় খুনের মামলা দায়ের করা হয়েছে।

মদের টাকা না দেওয়ায় বাবাকে খুন করে মৃতদেহের পাশে নাক ডেকে ঘুমালো ছেলে