পাটনা, ১৫ মে: লোকসভা নির্বাচন যখন পুরোদমে চলছে, সেই সময় মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তোপ দাগলেন গিরিরাজ সিং (Giriraj Singh)। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দাবি করেন, 'পশ্চিমবঙ্গকে কীভাবে মুসলিম (Muslim) রাজ্যে পরিণত করা যায়, সেই চেষ্টা করছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্য়োপাধ্যায়ের মন্ত্রিসভার এক সদস্য সাংবাদিককে বাংলার মিনি পাকিস্তান ঘুরিয়ে দেখাবেন বলে মন্তব্য করেন। এর থেকেই প্রমাণিত পশ্চিমবঙ্গকে মিনি-পাকিস্তান করার পরিকল্পনায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।' সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন গিরিরাজ সিং।
শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর কোরিয়ার' একনায়ক কিম জং উনের' সঙ্গেও গিরিরাজ সিং তুলনা করেন।
দেখুন ট্যুইট...
Union minister #GirirajSingh alleged that the opposition #INDIAbloc members were working towards enforcing ‘Islamic rule’ on the countryhttps://t.co/UsSNW8Dsyc
— Hindustan Times (@htTweets) May 15, 2024
প্রসঙ্গত বিহারের বেগুসরাই লোকসভা থেকে এবার লড়ছেন গিরিরাজ সিং। যার প্রচারে পাটনায় হাজির হয়ে সিং অভিযোগ করেন, ইন্ডিয়া জোটের নেতারা চেষ্টা করছেন কীভাবে দেশে 'ইসলামিক শাসন' জারি করা যায়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব সব সময় নিজেদের দেশের 'সংখ্যালঘু সম্প্রদায়ের সহমর্মী' বলে দাবি করেন। এমন অভিযোগও করেন গিরিরাজ। সেই কারণে কর্ণাটকে কংগ্রেসের সরকার আসতেই ওবিসি সম্প্রদায়ের মানুষের 'অধিকার কেড়ে' মুসলিম জন্য কাজে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী।