নয়াদিল্লিঃ লোকসভার বাদল অধিবেশনের (Lok Sabha Monsoon Session) মাঝে, নীতি আয়োগের (Niti Aayog)বৈঠকে যোগ দিতে আজ,২৫ জুলাই দিল্লি (Delhi) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৭ তারিখ রয়েছে এই বৈঠক। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পরে এটাই মুখ্যমন্ত্রীর প্রথম দিল্লি যাত্রা। তাই এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নজরে থাকবে বেশকিছু বিষয়। নীতি আয়োগের বৈঠকে রাজ্যের দাবিদাওয়াগুলো তুলে ধরবেন মমতা। অন্যদিকে দিল্লি সফরে দলীয় সাংসদদের সঙ্গে দেখা করবেন তৃণমূল সুপ্রিমো। দিল্লির বঙ্গভবনে বসবে বৈঠক। চলতি বাজেট অধিবেশনে ঘাসফুলের কী স্ট্র্যাটেজি হবে তা এই বৈঠকেই আলোচনার মাধ্যমে স্থির করতে পারেন মমতা। আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তার সাথে দলীয় সাংসদদের নিয়ে মিটিং করার কথা আছে তৃণমূল সুপ্রিমোর।@MamataOfficial #FAM4TMC pic.twitter.com/f16uB8TfZz
— Mamata Banerjee Supporters - #FAM4TMC (@FAM4TMC) July 25, 2024