প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতকে লক্ষ্য করে মালদ্বীপের মন্ত্রীর বেফাঁস মন্তব্যের পর এবার মুখ খুললেন মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির (Moosa Zamir)। এই ধরনের মন্তব্য গ্রহনযোগ্য নয় এবং এটি সরকারের মনোভাব ব্যক্ত করেনা বলে জানিয়েছেন তিনি।
তিনি জানিয়েছেন যে মালদ্বীপ তার প্রতিবেশী এবং সহযোগীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চায়। এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেল থেকে বিবৃতিও পোস্ট করেন তিনি।
২ জানুয়ারী প্রধানমন্ত্রী মোদী লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন। সেখানে তিনি দ্বীপ থেকে বেশ কিছু ছবি শেয়ার করেন। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের লিস্টে লাক্ষাদ্বীপ থাকা উচিত বলেও তিনি লেখেন।
কিন্তু মালদ্বীপের মন্ত্রী প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষ করেন। যার পর থেকে শুরু হয় বিতর্কের। নেটিজেনদের পক্ষ থেকে মালদ্বীপকে বয়কট করার াবেদন জানানো হয়। বয়কটের সমর্থনে এগিয়ে আসে বলিউডেরএকাংশ।
রবিবার মালদ্বীপের প্রাক্তন প্রধানমন্ত্রী ইব্রাহিম মহম্মদ সোলিহ এই ধরনের বিষয়ে নিন্দা করেন। নিজের এক্স হ্যান্ডেলে মালদ্বীপ সরকারের প্রতিনিধিদের দ্বারা ঘৃণাসূচক বার্তার প্রতিবাদও জানান তিনি। ভারতের সঙ্গে বহুদিনের সম্পর্ক রয়েছে মালদ্বীপের এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যেন কোন নেতিবাচক প্রভাব না পড়ে বলে জানান তিনি।
"Unacceptable": Maldives Foreign Minister on remarks against PM Modi
Read @ANI Story | https://t.co/yCbqnRfNMu#Maldives #MoosaZameer #PMModi #India pic.twitter.com/XD7M0KZsyB
— ANI Digital (@ani_digital) January 8, 2024