মঙ্গলবার সকালে কেরলের ওয়েনাড়ে ভূমিধসের (Wayanad Landslide) ঘটনায় এখনও চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর, আহত অনেকে। বিগত কয়েক বছরে ভারতে এতবড় ভূমিধসের ঘটনা ঘটেনি বলেই দাবি করছে বিশেষজ্ঞ মহল। এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে এবার শোকপ্রকাশ করলেন মালদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Dr Mohamed Muizzu)। বুধবার সকালে প্রেসিডেন্ট অফিস থেকে এই সংক্রান্ত বার্তা দেওয়া হয়। যেখানে মুইজ্জু লেখেন, ওয়েনাড়ে যে দুর্ঘটনাটি ঘটেছে তারজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) প্রতি সমবেদনা রইল। মালদ্বীপ সরকারের পক্ষ থেকে স্বজনহারা পরিবারের প্রতি শোকপ্রকাশ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। মালদ্বীপ সরকারের বিশ্বাস এই কঠিন সময় থেকে রাজ্যবাসী খুব দ্রুত বেরিয়ে আসবে এবং আবারও স্বাভাবিক জীবনে ফিরবে।
মালদ্বীপে ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে দুরত্ব সৃষ্টি করছিল মুইজ্জু। চিনপন্থী এই সরকার ভারত বিরোধী ভোটপ্রচার করেই ক্ষমতায় এসেছিল। তবে ভারতের থেকে ঋণ নেওয়া ২০০ মিলিয়ন ডলার ফেরাতে গিয়েই চিন্তায় পড়েন মুইজ্জু। সেই কারণে সুর নরম হয় তাঁর। ইদানিং ভারতের সঙ্গে পর্যটন ও বানিজ্যিক চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। এমনকী সম্প্রতি ভারত সফরেও এসেছিল বিদেশমন্ত্রী মুসা জামির। এদিনের কেরলের ঘটনা মালদ্বীপের বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা।
Maldives President Dr Mohamed Muizzu sends a message of condolence to Prime Minister Narendra Modi following the Wayanad landslide: President's Office, Maldives pic.twitter.com/xuHtVuNDBj
— ANI (@ANI) July 31, 2024
অন্যদিকে, মঙ্গলবার ওয়েনাড়ে ঘটলেও নিজের লোকসভা কেন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করতে আজ আসার কথা ছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। সঙ্গে থাকার কথা ছিল প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। কিন্তু খারাপ আবহাওয়া থাকার কারণে আজ উড়ান অবতরনে নিষেধাজ্ঞা জারি করেছে কেরল আবহাওয়া দফতর। সেই কারণে আজ যাত্রা বাতিল করলেন কংগ্রেস নেতৃত্ব। তবে কবে নিজের কেন্দ্রে রাহুল যাবেন তা এখনও নিশ্চিত নয়।