প্রথমে সিদ্দিকি, পরে এম মুকেশ, এবার পুলিশের জালে আরও এক জনপ্রিয় মালায়লাম অভিনেতা। বুধবার সকালেই গ্রেফতার হলেন মালায়লাম অভিনেতা তথা অ্যাসোসিয়েশন অফ মালায়লাম মুভি আর্টিস্টের সাধারণ সম্পাদক এডভেলা বাবু (Edavela Babu)। জানা যাচ্ছে, গত মঙ্গলবার থেকেই তাঁকে জেরা করে যাচ্ছিলেন বিশেষ তদন্তকারী দল (SIT)-এর আধিকারিকরা। তারপরেই আজ সকালে তাঁকে গ্রেফতার করা হয়। অনুযায়ী এডভেলা বাবু দীর্ঘদিন ধরে নিজের প্রভাব খাটিয়ে মহিলা অভিনেত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেভাবে কোনও সুবিধা করতে পারেন নি।

তবে কয়েকবছর আগে এক মহিলা অভিনেত্রীকে অ্যাসোসিয়েশনের ফর্ম সংক্রান্ত বিষয় নিয়ে তাঁর কাল্লুর এলাকার বাড়িতে ডেকে পাঠায়। সেখানে ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। গত মাসে মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিটু আন্দোলন শুরু হলে মুখ খোলেন ওই মহিলাও। পুলিশের কাছে অভিযোগ জানাতেই এডভেলার বিরুদ্ধে শুরু হয় তদন্ত। অবশেষে আজ গ্রেফতার হল সে।

সিদ্দিকি, মুকেশ এবং এডভেলা ছাড়াও এই বিতর্কে নাম জড়িয়েছে মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় তাবড় প্রযোজক, পরিচালক ও অভিনেতার নাম। হেমা কমিটির ২৩৫ পাতার রিপোর্টে ১০-১৫ জন জনপ্রিয় ব্যক্তিত্বের নাম রয়েছে। এই প্রসঙ্গে এএমএমএ-এর সভাপতি তথা সুপারস্টার মোহনলাল জানিয়েছেন, "কিছু অভিনেতা, পরিচালকের নাম এই ঘটনায় জড়িয়েছে। তদন্তকারী আধিকারিকরা নিরপেক্ষ তদন্ত করছেন। আমরাও তাঁদের স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করব বলে আশ্বাস দিয়েছি"।