Photo Credits: ANI

নয়াদিল্লি: ভারতীয় সেনাকে (Indian Army) আরও শক্তিশালী করতে ২৮০০ কোটি টাকা দিয়ে ৬৪০০টি রকেট (rockets) কেনার প্রস্তাবে অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry)। এর ফলে আরও ক্ষমতাশালী হয়ে উঠল ভারতের (India) পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম (Pinaka multi-barrel rocket launcher systems)।

সূত্রের খবর, সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স অ্যাকুজেশন কাউন্সিলের (Defence Acquisition Councils) একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে দু-ধরনের রকেট কেনার প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই রকেটগুলো পরিচিত এরিয়া ডেনিয়াল মুনিটিশন টাইপ টু (Area Denial Munition type 2) এবং টাইপ থ্রি নামে। আরও পড়ুন: Loudspeakers & Meat Regulations In MP: মধ্যপ্রদেশে ধর্মীয় ও প্রকাশ্য স্থানে লাউডস্পিকারের যথেচ্ছ ব্যবহার নিষিদ্ধ, প্রকাশ্যে মাংস বিক্রি বন্ধের নির্দেশ নতুন মুখ্যমন্ত্রীর

সনাতন ধর্মের দেবতা মহাদেব বা শিবের (Hindu God Shiva) হাতে থাকা ধনুক (Bow) পিনাক (সংস্কৃত শব্দ) থেকে পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম তৈরি করেছে ভারত। মেড ইন ইন্ডিয়া (Made in India) এই অস্ত্রটি (Waepon System) কিনছে বিশ্বের অনেক দেশই।

কার্গিল যুদ্ধের সময় প্রথম নিজের ক্ষমতা দেখিয়ে ছিল পিনাকা রকেট লঞ্চার সিস্টেম। পাহাড়ের চূড়ায় থাকা পাকিস্তানি সেনাকে হারাতে সাহায্য করেছিল। এরপর থেকেই ভারতীয় সেনার মধ্যে এর ব্যবহার বাড়তে থাকে।  একসঙ্গে অনেক রকেট ছাড়ার ক্ষেত্রে এই অস্ত্রের (Pinaka Weapon System) নাকি জুড়ি মেলা ভার! আরও পড়ুন: Pakistani Agent Arrested In Maharashtra: ভারতের গোপনীয় তথ্য পাকিস্তানকে বিক্রির অভিযোগ, মহারাষ্ট্রে ধৃত যুবক