প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Photo Credits: ANI | Twitter)

নতুন দিল্লি, ২ অক্টোবর: Gandhi Jayanti 2019: আজ মহাত্মা গান্ধী (Mahatma Gandhi) ১৫০তম জন্মবার্ষিকী। শুধু অনুষ্ঠানের মাধ্যমে এইদিনটিকে স্মরণ নয়, বেশ কয়েকটি সামাজিক প্রকল্প ও ব্রতর মাধ্যমে এবারের গান্ধী জয়ন্তী পালনে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। আজ থেকেই দেশে 'সিঙ্গল ইউজ় প্লাস্টিক' ব্যবহারের বিরুদ্ধে নাগরিকদের সচেতন করার পাশাপাশি দেশকে 'ওপেন ডিফেকশন ফ্রি'(Open Defecation Free) বা প্রকাশ্য শৌচমুক্ত (খোলা জায়গায় মলত্যাগমুক্ত) ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালে গান্ধী জয়ন্তীতেই স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন মোদি।

আজ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম বার্ষিকীতে আমেদাবাদের সবরমতী আশ্রমে যাচ্ছেন তিনি। সেখানেই দেশকে 'ওপেন ডিফেকশন ফ্রি' ঘোষণা করবেন। ১৫০তম গান্ধী জয়ন্তী পালনে আজ গুজরাট জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সিঙ্গল ইউজ প্লাস্টিক বর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২২ সালের মধ্যে দেশকে প্লাস্টিকমুক্ত করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ সকালে রাজঘাটে জাতীর জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এরপর বিজয়ঘাটে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে শ্রদ্ধা জানাবেন। এরপর সংসদে গিয়ে মহাত্মা গান্ধী, লালবাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা জানাবেন মোদি। দিল্লির কর্মসূচি সেরে গুজরাটের আমেদাবাদে উড়ে যাবেন। আরও পড়ুন-বাড়ছে পেনশন, পুজোর মুখে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি

আজ সন্ধ্যায় সবরমতি আশ্রমে গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার আগে বিজেপি-র এক সভায় থাকার কথা মোদির। এরপর নবসারি জেলায় ডান্ডি বিচ পরিষ্কার অভিযানের সূচনা করবেন। এই ডান্ডি জেলাতেই লবণ সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন গান্ধীজি।