প্রতীকী ছবি (Photo Credit: IANS)

নয়াদিল্লিঃ টিউশন(Tuition) পড়ানোর নামে ছাত্রীদের(Students) সঙ্গে অভাব্য(Misbehave) আচরণ, পড়ুয়াদের অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়তে হল গৃহশিক্ষককে। মারধর করে তাকে প্যারেড পর্যন্ত করানো হয়। পরে পুলিশের(Police) হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত শিক্ষককে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলায়। জানা গিয়েছে, মাঝেমধ্যেই নানা অছিলায় ছাত্রীদের সঙ্গে অভাব্য আচরণ করত সে। এক ১৩ বছরের ছাত্রী এই ভয়ে টিউশন যেতে বেঁকে বসে। তখনই সন্দেহ হয় অভিভাবকের। এরপর সবটা খুলে বলে সে। এরপর একে-একে ওই শিক্ষকের কীর্তি ফাঁস করতে থাকে অন্যান্য ছাত্রীরাও। তাদের অভিযোগ, মাঝেমধ্যেই শড়ীরের বিভিন্ন অংশে হাত দিত ওই শিখক। কাউকে-কাউকে কূপ্রস্তাবও দেওয়া হয়েছে। এ সব কথা যাতে পাঁচ কান না হয় তার জন্য দেওয়া হত হুমকিও। একজোট হয়ে শিক্ষকের বিরুদ্ধে নামে তারা। ধৃত শিক্ষককে মারধর করেন ছাত্রীদের অভিভাবকেরা। কান ধরে তাকে গোটা এলাকায় প্যারেড পর্যন্ত করানো হয়। পরবর্তীতে অভিযুক্তের বিরুদ্ধেভিরার থানায় অভিযোগ দায়ের করা হয়। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত করছে ভিরার থানার পুলিশ।

ছাত্রীদের সঙ্গে অভাব্য আচরণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে