মারাঠা সংরক্ষনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ নিয়ে এবার ক্ষমা চাইলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। কিছুদিন আগে মারাঠা সংরক্ষনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মহারাষ্ট্রের জালনা। বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ার পাশাপাশি লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী, তিনি জানান, "প্রতিবাদীদের নিশানা করে পুলিশের পদক্ষেপ নেওয়ার বিষয়টি অত্যন্ত ভুল।অনেকেই আহত হয়েছেন,যার মধ্যে মহিলাও ছিলেন। আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। "
সেপ্টেমবর ১ তারিখে সংরক্ষনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জালনা। বেশ কিছু গাড়িতে ভঙচুর করা হয়, আগুন লাগানো হয়। বিক্ষোভকারীদের পাথর ছুড়তে দেখা যায়।যার জেরে লাঠি চার্জ এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।ঘটনার জেরে বেশ কয়েকজন আহত হন। যআদের মধ্যে কিছু মহিলাও ছিলেন বলে জানা গেছে।
#Maharashtra Dy CM #DevendraFadnavis “apologised” to the victims of the police caning and teargas shelling during a #Maratha pro-quotas agitation in #Jalna on September 1.
“The police action was extremely wrong targeting the protestors, and many were injured, including some… pic.twitter.com/GGVQGSp0uU
— IANS (@ians_india) September 4, 2023