নয়াদিল্লিঃ এ বার মহারাষ্ট্রের (Maharashtra)সমস্ত সরকারি অফিসে(Government Offices) বাধ্যতামূলক করা হল মারাঠি ভাষা। সোমবার এক সরকারি রেজোলিউশনের মাধ্যমে এমনই জানানো হয়েছে ফড়ণবীস সরকারের(Maharashtra government) তরফে। মারাঠি অস্মিতাকে সামনে রেখে মহারাষ্ট্র সরকার জানায়, রাজ্যের সব সরকারি, আধা সরকারি অফিসে কর্মীদের মারাঠি ভাষায় কথা বলতে হবে।
মহারাষ্ট্রের অফিসে মারাঠি ভাষা বাধ্যতামূলক করল সরকার
মহারাষ্ট্র সরকারের অধীনে থাকা কর্পোরেশন ও অন্যান্য অফিসের কর্মীদের জন্যও এই নিয়ম লাগু হবে। তবে অফিসে ভিনদেশ বা রাজ্য থেকে কেউ এলে অথবা মারাঠি ভাষা বলা হয় না এমন রাজ্য থেকে কেউ এলে এই নিয়ম বলবৎ হবে না। রেজ়োলিউশনে এও বলা রয়েছে যে, মারাঠি ভাষায় কথা না বললে তা সরকারি নিয়মভঙ্গ হিসেবে ধরা হবে। এক্ষেত্রে সাধারণ মানুষ কর্মীদের বিরুদ্ধে সরকারের কাছে অভিযোগ জানাতে পারবেন। অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে নেওয়া ব্যবস্থায় যদি অভিযোগকারী সন্তুষ্ট না হন তবে তিনি মহারাষ্ট্র বিধানসভার মারাঠি ভাষা কমিটির কাছে আপিল করতে পারবেন। শুধু তাই নয়, সরকারি রেজ়োলিউশনে উল্লেখ করা হয়েছে, মহারাষ্ট্রের সমস্ত সরকারি অফিসের কম্পিউটারের কী বোর্ডে রোমান আলফাবেটের পাশাপাশি মারাঠি দেবনগরী আলফাবেটও থাকতে হবে। পাশাপাশি অফিসের সাইনবোর্ডও থাকবে মারাঠি ভাষায়।
মহারাষ্ট্রের সরকারি অফিসে বাধ্যতামূলক মারাঠি, নিয়ম ভাঙলেই কড়া শাস্তি
🚨 Maharashtra government mandates Marathi language in all government offices. Employees must communicate in Marathi. pic.twitter.com/gKEoDxnkos
— Indian Tech & Infra (@IndianTechGuide) February 4, 2025