সিনেমা হল (Photo Credits: Twitter)

মুম্বই, ৪ নভেম্বর: দীপাবলি, উৎসবের মরশুমে খুলে দেওয়া হোক সমস্ত সিনেমা হল, থিয়েটার, মাল্টিপ্লেক্স। কেন্দ্রের কাছে বারবার এই বিষয়টি নিয়ে আলোকপাত করেছে রাজ্য সরকার। অবশেষে অনুমতি দিল রাজ্য সরকার। ৫০ শতাংশ আসন সংখ্যা নিয়ে আগামিকাল অর্থাৎ ৫ নভেম্বর থেকে মুভি থিয়েটার খুলে দেওয়া হবে। তবে কন্টাইনমেন্ট জোন এই নিয়মের আওতার বাইরে রয়েছে। পড়ুন: Delhi: রাতের অন্ধকারে কর্তব্যরত পুলিশকর্মীকে পিষে দিল BMW গাড়ির চালক 

মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তে স্বস্তির নিশ্বাস ফেললেন ফিল্ম ডিস্ট্রিবিউটার থেকে থিয়েটার মালিকরা। গত ১৫ অক্টোবর থেকে দেশজুড়ে থিয়েটার খুলে দেওয়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছিল কেন্দ্র। কিন্তু করোনা সংক্রমণের পরিস্থিতির উপর নির্ভর করে রাজ্যের উপর ছেড়ে দেওয়া হয়েছিল পরবর্তী বিষয়টি। কিন্তু রাজ্য সরকার এই বিষয়টি নিয়ে সেভাবে উচ্চবাচ্য না করায় ছবি নির্মাতারা নতুন ছবি মুক্তির বিষয়টি নিয়ে দু'পা পিছিয়েই থাকতেন। তাই পুরনো ছবি দিয়েই বিনোদনের চেষ্টা চালাচ্ছিলেন সিনেমাহলের মালিকরা।