![](https://bnst1.latestly.com/uploads/images/2024/07/Earthquake_PTI.jpg?width=380&height=214)
মুম্বই, ৩০ সেপ্টেম্বর: সপ্তাহের প্রথম দিনেই আতঙ্ক। সোমবার কেঁপে উঠল মহারাষ্ট্রের (Maharashtra) অমরাবতী ( Amravati)। মহারাষ্ট্রের অমরাবরতীতে আজ দুপুর ১.৩৭ নাগাদ কম্পন (Earthquake) অনুভূত হয়। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার অমরাবতীতে যে কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে তারমাত্রা ছিল ৪.২। কম্পনের জেরে আতঙ্ক ছড়ালেও, কোনও প্রাণহানির খবর এখনও মেলেনি।
অমরাবতীতে ভূমিকম্পের এক ঝলক দেখুন...
#पथ्रोट येथील शेतातील भूकंपाचे झटके सीसीटीव्हीत कैद
#pathrot #earthquake #bhukampnews #chikhaldara #maharashtra #viralvideo #citynews_amravati pic.twitter.com/QhrIpL2Fow
— City News Amravati (@citynewsamt) September 30, 2024
লাতুরে ভয়াবহ কম্পনের রেশ এখনও বহু মানুষের মনে তাজা রয়েছে। ফলে আজ অমরাবতীতে কম্পন অনুভূত হতেই মানুষ ভয়ে, আতঙ্কে সিঁটিয়ে যান।