বাড়ছে আশঙ্কা, ছবি ট্যুইটার

মুম্বই, ২২ জুন: ডেল্টার পর এবার ডেল্টা প্লাস (Delta plus) । মহারাষ্ট্রে (Maharashtra) থাবা বসাতে শুরু করেছে করোনার তৃতীয় ঢেউ? এবার এমনই আশঙ্কা দেখা দিল ভারতের বাণিজ্যনগরীতে। রিপোর্টে প্রকাশ, করোনার নয়া ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসের জেরে মহারাষ্ট্রে আক্রান্ত ২১ জন। যার মধ্যে রত্নগিরির জলগাঁওতে আক্রান্ত ৯ জন। মুম্বইতে ( Mumbai) আক্রান্ত ৭ জন। বাকিরা পালঘর, থানে এবং সিন্ধুদুর্গে  করোনার (Corona) এই নয়া প্রজাতিতে আক্রান্ত বলে খবর।

মহারাষ্ট্রে যেভাবে ডেল্টা প্লাসের হানাদারি চলছে,তা নিয়ে আশঙ্কিত সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। মহারাষ্ট্রে যে ২১ জনের শরীরে ডেল্টা প্লাসের সংক্রমণ হয়েছে, তাঁরা টিকা নিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই ২১ জন  বাইরে থেকে এসেছেন কি না, সে বিষয়েও সমস্ত খোঁজ নেওয়া হচ্ছে বলে খবর। সমস্ত দিক খতিয়ে দেখে তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রাজেশ টোপে।

আরও পড়ুন: Nusrat Jahan: বিয়ে নিয়ে 'মিথ্যাচার' নুসরতের, লোকসভার অধ্যক্ষকে অভিযোগ বিজেপির

প্রসঙ্গত মধ্যপ্রদেশে (MP) প্রথম করোনার এই নয়া ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসে  আক্রান্ত হন এক মহিলা। বছর ৬৪-র ওই মহিলার শরীরে ডেল্টা প্লাস হানা দিলেও, তিনি হোম আইসোলেশনে থেকেই সুস্থ হয়ে উঠেছেন বলে খবর।