মুম্বই, ২৭ জুন: মহারাষ্ট্রের সরকার টিকে থাকা নিয়ে চরম অনিশ্চয়তা। উদ্ভব ঠাকরের সরকার সংখ্যাগরিষ্ঠতা দাবি করে সুপ্রিম কোর্টে লড়ছেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা। এর মধ্যে দলের বিদ্রোহী বিধায়কদের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে। বিদ্রোহীদের দফতর ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীদের মধ্যে বণ্টন করলেন উদ্ভব। শিবসেনার প্রধান বিদ্রোহী একনাথ শিন্ডের নগরোন্নয়ন সহ সব দফতরগুলোগুলির দায়িত্ব দেওয়া হল মন্ত্রী সুশীল দেশাইকেই।
শিন্ডের পক্ষের মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাটিলের দায়িত্বে থাকা মন্ত্রক দেওয়া হল অনিল পারাবকে। উদ্ভব পুত্র আদিত্য ঠাকরেকে দেওয়া হল দুই বিদ্রোহী মন্ত্রীর মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে। রাজ্যের উন্নয়ন যাতে রাজনৈতিক টানাপোড়েনের কারণে থেমে না থাকে সেই কারণে রাজ্য মন্ত্রিসভায় রদবদল ঘটানো হল বলে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আরও পড়ুন: যশবন্ত সিনহাকে সমর্থন জানিয়ে মমতাদের অক্সিজেন দিলেন কেসিআর
দেখুন টুইট
Maharashtra CM Uddhav Thackeray reshuffles the departments of ministers so that the issues of public interest are not neglected or ignored: CMO
— ANI (@ANI) June 27, 2022
এদিকে, শিবসেনা নেতা একনাথ শিন্ডে সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে বলেছেন যে, মহা বিকাশ আগাধি (MVA) জোট হাউসে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। কারণ শিবসেনা বিধায়কদের ৩৮ জন সদস্য বর্তমান সরকারের উপর থেকে তাঁদের সমর্থন প্রত্যাহার করেছেন। স্বাভাবিকভাবেই মহা বিকাশ আগাধি সরকার বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে। অন্যদিকে, ফের বিপাকে শিবসেনা। এবার শিবসেনা (ShivSena ) সাংসদ সঞ্জয় রাউতকে (Sanjay Raut) সমন পাঠাল ইডি। মঙ্গলবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতে ইডির দফতরে হাজিরা দিতে হবে বলে খবর।