মুম্বই, ৬ সেপ্টেম্বর: রবিবার বিকেলে দুবাইয়ের দাউদ ইব্রাহিম গোষ্ঠীর সদস্যের (Daud Ibrahim Member) থেকে একটি ফোন কল আসে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackery) কাছে। ফোনে হুমকি দেওয়া হয় বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে তাঁর বাসভবন 'মাতশ্রী'৷ খোদ মুখ্যমন্ত্রীর বাসভবনে ফোন করেই এমন হুমকি দেওয়া হয়। এরপর তাঁর বাসভবনে নিরাপত্তা আরও জোরদার করা হয়।
মুম্বইয়ের বান্দ্রায় উদ্ধব ঠাকরের বাসভবন মাতশ্রী-র ল্যান্ডলাইনে শনিবার রাত ১১ থেকে ১২ টার মধ্যে তিন থেকে চার বার ফোন আসে৷ ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করে, তিনি দাউদ ইব্রাহিমের সদস্য এবং সে দুবাই থেকে ফোন করছে৷ যদিও রাজ্যের মন্ত্রী শম্ভুরাজে দেশাই জানিয়েছেন, তাঁরা শিব সৈনিকেরা আর শিব সৈনিকেরা এইসমস্ত ধমকিতে ভয় পায় না। আরও পড়ুন, একদিনে দেশে করোনার রেকর্ড সংক্রমণ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৯০ হাজার ৬৩৩ জন
ফোনটি সত্যিইদুবাই থেকে করা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ২০১৯ সালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন উদ্ধব৷ কংগ্রেস এবং এনসিপি-র সমর্থনে মহারাষ্ট্রের ক্ষমতা দখল করে শিবসেনা৷ ২০০২ সালে রাজনীতিতে আসেন তিনি৷ উদ্ধবই ঠাকরে পরিবারের প্রথম সদস্য, যিনি মুখ্যমন্ত্রীর পদে বসেছেন৷