নতুন দিল্লি, ৬ সেপ্টেম্বর: একদিনে দেশে করোনার (COVID-19) রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৯০ হাজার ৬৩৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৫ জন। দেশে মোট করোনা আক্রান্তের গণ্ডি ছাড়িয়েছে ৪১ লাখ। মোট আক্রান্ত ৪১ লাখ ১৩ হাজার ৮১২। তার মধ্যে ৮ লাখ ৬২ হাজার ৩২০ জনের বর্তমানে চিকিৎসা চলছে। সুস্থ হয়েছেন ৩১ লাখ ৮০ হাজার ৮৬৬ জন। দেশে মোট মৃত্যু হয়েছে ৭০ হাজার ৬২৬ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে সুস্থ হয়েছেন রেকর্ড সংখ্যায়। একদিনে ছাড়া পেয়েছন ৭০ হাজার ৭২ জন। জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health)। বর্তমানে দেশে করোনা থেকে সুস্থতার হার ৭৭.২৩ শতাংশ। অন্যদিকে মৃত্যুহার আরও কমেছে। বর্তমানে মৃত্যুহার দাঁড়িয়েছে ১.৭৩ শতাংশ। আরও পড়ুন: Pakistan: পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI-র আধিকারিক জঙ্গি সংগঠন হিজবুলের প্রধান সৈয়দ সালাহউদ্দিন
India's #COVID19 tally crosses 41 lakh mark with a single-day spike of 90,633 new cases & 1,065 deaths reported in the last 24 hours.
The total case tally stands at 41,13,812 including 8,62,320 active cases, 31,80,866 cured/discharged/migrated & 70,626 deaths: Ministry of Health pic.twitter.com/GjmHsTOCaU
— ANI (@ANI) September 6, 2020
আইসিএমআর জানিয়েছে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৪ কোটি ৮৮ লাখ ৩১ হাজার ১৪৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে গতকাল হয়েছে ১০ লাখ ৯২ হাজার ৬৫৪টি পরীক্ষা।