Maharashtra: খাদ্যে বিষক্রিয়া, মহারাষ্ট্রে অসুস্থ ২ হাজার, জরুরি পদক্ষেপ প্রশাসনের
Food, Representational Image (Photo Credit: Pixabay)

মুম্বই, ৭ ফেব্রুয়ারি: খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন ২ হাজার মানুষ। মহারাষ্ট্রের (Maharashtra) নানদেড়ে খাদ্যে বিষক্রিয়ার জেরে ২ হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েন বলে খবর। একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সেখানকার খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়তে শুরু করেন একের পর এক। সূত্রের খবর, নানদেড়ে ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পর, সেখানকার খাবার খেলে মানুষ যখন অসুস্থ হয়ে পড়তে শুরু করেন, তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, ওই অনুষ্ঠানের খাবার খেয়ে বমি শুরু হয়ে যায় যেমন, তেমনি পেট খারাপ নিয়ে মানুষ মানুষ হাসপাতালে ভর্তি হতে শুরু করেন।

আরও পড়ুন: Food Poisoning: খাবারে বিষক্রিয়া, জবলপুর সরকারি স্কুলের শতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন

প্রথমে ১৫০ জন অসুস্থ হয়ে পড়েন ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে। এরপর সেই সংখ্যা পৌঁছে যায় ৮৭০-এ। পরে তা বাড়তে বাড়তে ২ হাজার হয়ে যায়। পরপর ২ হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ায়, প্রশাসনের তরফেও এরপর বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু হয়।

নানদেড়ের যে সমস্ত গ্রামে মানুষ অসুস্থ হতে শুরু করেন, সেখানে চিকিৎসকদের ৫টি দল পৌঁছে যায়। সেই সঙ্গে র্যাপিড অ্যাকশন টিমের সদস্যরাও পৌঁছে যান। কীভাবে ওই ঘটবনা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।