জবলপুর: খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জবলপুর সরকারি স্কুলের (Jabalpur Government School) শতাধিক শিক্ষার্থী। জেলার রামপুর ছাপার আদিবাসী ছাত্রাবাসে ১০০ জনেরও বেশি শিক্ষার্থী হোস্টেলের খাবার খাওয়ার পর বিষক্রিয়া হয়। এক কর্মকর্তা জানিয়েছেন, জেলার রামপুর ছাপার এলাকায় অবস্থিত স্কুলের শিক্ষার্থীদের রাতের খাবার খাওয়ার পর পেটে ব্যথা ও বমি শুরু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশের সাহায্যে স্কুলের কর্মচারীরা শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যান। শিক্ষার্থীদের জেলা হাসপাতাল ও জেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা এখন চিকিৎসাধীন।
যুব কংগ্রেসের রাজ্য সভাপতি বিক্রান্ত ভুরিয়া টুইট (এক্স হ্যান্ডেল)-এ লিখেছেন, 'জবলপুর আদিবাসী একলব্য আদর্শ আবাসিক আদিবাসী স্কুলে ‘খাদ্যে বিষক্রিয়া’র কারণে ৩০টিরও বেশি শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক, তাদের সুভাষ চন্দ্র বোস মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। শিবরাজ জি, আপনার শাসনে 'কমিশনের' কারণে বাচ্চাদের খাবারেও ভেজাল দেওয়া হচ্ছে।'
দেখুন টুইট
MP: Over 100 students at Jabalpur Government school hospitalised with food poisoning
Read @ANI Story | https://t.co/bkCJyAlNJP#Jabalpur #MadhyaPradesh pic.twitter.com/4UcrKgqEjs
— ANI Digital (@ani_digital) September 19, 2023