File Photo (Photo Credit: ANI)

দিল্লি, ১৮ নভেম্বর: খতম মাওবাদী শীর্ষ নেতা মাডভি হিডমা? সূত্রের তরফে মিলছে এমন খবর। ভারতবর্ষে ২৬টি ভয়ঙ্কর মাও হামলার পিছনে রয়েছে এই কমান্ডার হিডমার হাত। এবার সেই ভয়ঙ্কর মাও নেতাকে খতম করা হল অন্ধ্রপ্রদেশের আল্লুরির সীতারামারাজু জেলায়। রিপোর্টে এমন খবর প্রকাশ্য আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। মাডভি হিডমার পাশাপাশি আরও ৬ মাওবাদী নেতার দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর।

অন্ধ্রপ্রদেশের পুলিশ আধিকারিক হরিশ কুমার গুপ্তা বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে এই এনকাউন্টার হয়েছে। এক ঘণ্টা ধরে যে এনকাউন্টার হয়, সেখানেই মাডভি হিডমা-সহ পরপর ৬ জনের মৃত্যুর খবর মিলছে।

শুধু তাই নয়, এই মুহূর্তে এখনও পর্যন্ত এনকাউন্টার অব্যাহত বলে জানা যাচ্ছে। ফলে ওই অঞ্চল থেকে আরও বেশ কিছু খবর মিলতে পারে বলে জানা যাচ্ছে।