Uttar Pradesh Police, Representational Image (Photo Credit: X)

দিল্লি, ২৪ অক্টোবর: সতীত্বের প্রমাণ না দিলে ভর্তি নেওয়া হবে না। বাবা, মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। তাই ভার্জিনিটি টেস্ট না করিয়ে আনলে কোনওভাবে পড়াশোনা করতে দেওয়া হবে না। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদের (Moradabad) একটি মাদ্রাসা থেকে এমনই জানানো হয় তাদের এক ছাত্রীকে (Student)।

মোরাদাবাদের বাসিন্দা ওই কিশোরী মেয়েটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার কথা বলা হয়। শুধু তাই নয়, মাদ্রাসা কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ওই ছাত্রীর মেডিকেল টেস্ট (Virginity Certificate) আগে করাতে হবে। মেডিকেল টেস্টে ওই ছাত্রী পাশ করলে, তবেই তাকে মাদ্রাসায় পড়তে দেওয়া হবে। যা শুনে কার্যত ভেঙে পড়েন ওই ছাত্রীর সঙ্গে থাকা তার মা।

শুনুন সংশ্লিষ্ট ছাত্রীর বাবা করলেন বিস্ফোরক অভিযোগ...

 

এরপরই ওই ছাত্রীর মা পালটা জানান, মাদ্রাসায় ভর্তি না নিলে, তাঁর মেয়েকে স্কুল থেকে টিসি দেওয়া হোক। তাতে রাজি হয়ে যায় মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে টিসি দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়, ওই ছাত্র্রীর সঙ্গে তার বাবার অবৈধ সম্পর্কের মিথ্যে অভিযোগ।

টিসি নিয়ে ঝামেলা করলেও, ওই ছাত্রীর মায়ের কাছ থেকে স্কুল কর্তৃপক্ষ ৫০০ টাকা নিয়ে নেয়। তবে টাকা নিয়েও ওই ছাত্রীকে অশালীন বলে দাবি করা হয় মাদ্রাসার তরফে।

যা নিয়ে সংশ্লিষ্ট মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ করেন ছাত্রীর বাবা। তিনি ক্যামেরার সামনে হাজির মোরাদাবাদের ওই মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ করেন। সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষের তরফে তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তাঁর মেয়ের চরিত্রে কাদা ছেটানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।

ওই ছাত্রীর বাবার সেই অভিযোগের ভিডিয়ো সামনে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। সেই সঙ্গে শুরু করেছে জোরদার তদন্ত।