ভোপাল, ২৯ অগাস্ট: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কাটনি (Katni) থেকে এবার একটি ভয়াবহ ভিডিয়ো সামনে এল। যেখানে জিআরপি (GRP ) আধিকারিক এক দলিত মহিলাকে মারধর করছেন বলে দেখা যায়। ওই মহিলার সঙ্গে তাঁর কিশোর নাতিকেও জিআরপি আধিকারিক মারধর করেন। ভিডিয়োতে (Video) যা উঠে আসতেই, তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। কেন বা কী কারণে ওই দলিত মহিলা এবং তাঁর নাতিকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হল, তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের কাটনি থেকে যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে, তা ১০ মাস আগের। তবে সেই সময় তা নজর এড়িয়ে যায়। কী কারণে ওই মহিলাকে মারধর করা হল, সে বিষয়ে শুরু হয়েছে তদন্ত।
জিআরপি আধিকারিক মারধর করছেন দলিত মহিলাকে, দেখুন ভিডিয়ো...
STORY | Madhya Pradesh: GRP official line-attached after video shows her beating up woman, teenage son in Katni; probe ordered
READ: https://t.co/JFs8hYP38Q
VIDEO:
(Source: Third Party) pic.twitter.com/YnBp4USrcJ
— Press Trust of India (@PTI_News) August 29, 2024
কাটনির ঘটনার পর ওই দলিত মহিলা জানান, তাঁকে এবং নাতিকে ধরে নিয়ে যাওয়া হয় কোনও এক আধিকারিকের নির্দেশে। এরপর তাঁকে মারধর করা হয় প্রায় সারা রাজ জুড়ে। তাঁর ছেলের কথা জানতে চান জিআপরি আধিকারিকরা। ছেলে কোথায়, তা জানেন না বলতেই ফের মারধর শুরু হয়। তাঁর নাতিকেও ছাড়া হয়নি। রাতভর তাঁকে আটকে রেখে মারধর করলে, তিনি জল পিপাসায় ছটফট করেন। জল চাইলে, তাঁকে ফের মারধর করা হয় বলে অভিযোগ করেন ওই মহিলা।
কাটনির ওই মহিলাকে কেন মারধর করা হয়, যা নিয়ে এবার তিনি মুখ খুলে কী বলেন শুনুন...
#WATCH | Video of assault on a woman and minor in the GRP Police Station of Katni | Victim woman says, "Police took me away, I was told that senior officer has called me in. Once there, I was asked where my son was. I told them that I didn't know where he was, I told them to get… pic.twitter.com/XORYiVYkEK
— ANI (@ANI) August 29, 2024