ভোপাল, ২৯ জুলাই: এক বৃদ্ধকে মারধর ও টেনে নিয়ে যাওয়ার কারণে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রেওয়া জেলার একজন পুলিশ কনস্টেবলকে (Police Constable) সাসপেন্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জবলপুর রেল স্টেশনে (Jabalpur Railway Station)। বৃদ্ধকে মারধর ও টেনে নিয়ে যাওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই কনস্টেবল যখন বৃদ্ধকে লাথি মারছেন। মুখে, পেটে লাথি গিয়ে লাগছে বৃদ্ধের। তিনি যতবারই ওঠার চেষ্টা করছেন, ওই কনস্টেবল তাঁকে লাথি মেরে ফেলে দিচ্ছেন। একসময় বদ্ধের পা ধরে টেনে নিয়ে প্ল্যাটফর্মে ঝুলিয়ে ধরেন। বৃদ্ধের মাথা ঝুলতে থাকে রেললাইনে। তখন চলে একের পর এক লাথি। প্ল্যাটফর্মে উপস্থিত এক যাত্রী ওই ভিডিও মোবাইলে ক্যামেরা বন্দি করেন ও সোশাল মিডিয়ায় পোস্ট করেন। আরও পড়ুন: Tenant Forces Elderly Couple To Live On Stairs: মেয়াদ শেষ হলেও ফ্ল্যাট ছাড়েনি ভাড়াটে, বাধ্য হয়ে সপ্তাহভর সিঁড়িতেই থাকলেন প্রৌঢ় দম্পতি
দেখুন ভিডিও:
Pathetic & Horrible
(Jabalpur Station Incidence) pic.twitter.com/JMh356IgXF
— J.J.SaidaiahBabu सैदय्या बाबू సైదయ్యబాబు (@SaidaiahBabuINC) July 29, 2022
ভিডিও পোস্ট হতেই সেটি ভাইরাল হয়ে যায়। লোকজন ওই কনস্টেবলের শাস্তির দাবি তোলেন। তবে কেন ওই কনস্টেবল বৃদ্ধকে মারধর করেন তা এখনও জানা যায়নি।