ভোপাল, ২১ জুলাই: প্রয়াত মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি টন্ডন (Lalji Tandon)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন লালজি টন্ডন। টুইটারেই মঙ্গলবার বাবার মৃত্যু সংবাদ দিলেন আশুতোষ টন্ডন। গত কয়েকদিন ধরে অসুস্থতা জনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। জ্বর ও প্রস্রাবের সমস্যা নিয়ে গত ১১ জুন লালজি টন্ডনকে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে জানা যায় তাঁর লিভারে সমস্যা দেখা দিয়েছে। সেই সঙ্গে মুত্রথলিতে সংক্রমণ দেখা দিয়েছে। পাকস্থলীতে রক্তক্ষরণ হওয়ায় ১৫ জুন জরুরি ভিত্তিতে লালজি টন্ডনের অস্ত্রোপচার হয়।
এদিকে পরের দিন ১৬ জুন লালজিকে দেখতে হাসপাতালে আসেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও উত্তরপ্রদেশের আইন মন্ত্রী ব্রিজেশ পাঠক। মধ্যপ্রদেশের অসুস্থ রাজ্যপালকে দেখতে হাসপাতালে এসেছিলেন শিয়া শিক্ষাবিদ মাওলানা কালবে জাওয়াদ। ওই দিনই শারীরিক অবস্থার ফের অবনতি ঘটায় তাঁকে ভেন্টিলেশনে সাপোর্টে রাখা হয়। আরও পড়ুন-Ram Temple: নরেন্দ্র মোদি রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করলে সমস্ত শঙ্করাচার্যকেই আমান্ত্রণ জানাতে হবে, বললেন দিগ্বিজয় সিং
बाबूजी नहीं रहे
— Ashutosh Tandon (@GopalJi_Tandon) July 21, 2020
এরপরই মেদান্ত হাসপাতালের ডিরেক্টর জানান, রাজ্যপালের শরারীক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে। সেই জন্যেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এক বিবৃতিতে তিনি জানান, একে একে লালজি টন্ডনের ফুসফুস, কিডনি ও লিভার কাজ করা বন্দ করে দিচ্ছে। তারপরেই এল দুঃসংবাদ।