ভোপাল, ২৬ অগাস্ট: মধ্যপ্রদেশের রাজগড় জেলায় বন্যার জল ঢুকে পড়ে এক গোশালায় ৫০টিরও বেশি গরুর মৃত্যু হল। এই ঘটনায় গোশালার মালিকের গাফলতির কারণে ঘটেছে, এই অভিযোগে এফআইআর দায়ের করা হল। রাজগড় জেলার নিদিরা খাদি গ্রামে ঘটে এই ঘটনা। হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, গোশালার মালিকের গাফলতিতেই এই ঘটনা ঘটেছে। কারণ বন্যা আসার আগেই গরুগুলিকে অন্যত্র সরিয়ে দেওয়ার অনেকটা সময় ছিল। তা না করে গরুগুলিকে গোশালায় বেঁধে, পিছন থেকে তালা দিয়ে চলে যান সেখানকার কর্মীরা। এলাকায় কয়েকদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছিল।
আবহাওয়া দফতরের সতর্কতা ছিল, যা বৃষ্টি হতে পারে তা বন্যা হবে। বৃষ্টির মাঝেই গোশালার কর্মীরা এসে পিছনে থেকে তালা দিয়ে চলে যায়। এরপর গ্রামের পাশ দিয়ে যাওয়া উগাল নদীর জল অতি বৃষ্টির কারণে ছাপিয়ে লোক বসতি অঞ্চলে ঢুকে পড়ে, এবং গোশালায় বন্যার জল ঢুকে গরুগুলি মারা যায়। আরও পড়ুন-Pakistan Floods: পাকিস্তানে ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত মৃত ৩৪, আহত ৫০
দেখুন টুইট
Madhya Pradesh Floods: More Than 50 Cows Die in Flooded Gaushala in Rajgarhhttps://t.co/PEVLdhauZp#MadhyaPradesh #Floods #Cows #Gaushala #Rajgarh
— LatestLY (@latestly) August 26, 2022
মৃত গরু-গুলিকে নদীতে ফেলে আসে গোশালার কর্মীরা। নদীর জলস্তর নামতে একসঙ্গে এত গরুর দেহ দেখে পুলিশ খোঁজ নিয়ে সবটাই জানতে পারে।