According to the NDMA, at least 17 children and seven women were among the victims. (Photo credits: PTI)

ইসলামাবাদ, ২৬ অগাস্ট:  ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান (Pakistan Flood)। এর জেরে গত ২৪ ঘন্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৫০। জানাল, ন্যাশনাল ডিজাসটার ম্যানেজমেন্ট অথরিটি(NDMA) ।আরও পড়ুন- Kerala HC: নামাজ পড়তে কাছাকাছি মসজিদে যান নতুন করে পার্থনাকক্ষ তৈরির প্রয়োজন নেই, কেরালা হাইকোর্ট

এনডিএমএ-এর সূত্রের খবর, মৃতদের মধ্যে ১৭জন শিশু ও ৭জন মহিলা।এর মধ্যে শুধু খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত ৭ জন।  সিন্ধে ১৩ জনের মৃত্যু হয়েছে ও ৪০ জন আহত। বালুচিস্তান ও পাঞ্জাব অঞ্চলে যথাক্রমে ৪ ও ১ জনের মৃত্যু হয়েছে।

এনডিএমএ আরও জানিয়েছে,  এবার পাকিস্তানে জুনের মাঝামাঝি থেকে বর্ষায় মৃত্যুর সংখ্যা ৯৩৭। তার মধ্যে ১৯৮জন মহিলা, ৩৪৩ জন শিশু ও ১৩৪৩ জন আহত হয়েছেন।এছাড়া ৬৭০,৩২৪টি বাড়ি, ১৪৫টি ব্রিজ এবং ১২২ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।