নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) একটি ভিডিয়ো(Video) ভাইরাল(Viral) হয়েছে যাতে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) সাতনা নদীতে(Satna River)ভেসে যাচ্ছে গরুর(Cow) পাল। তদন্তে নেমে পুলিশ(Police) জানতে পারে মধ্যপ্রদেশের সাতনা নদীতে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে এই গরুগুলিকে। জলে ফেলে দেওয়ার ফলে ইতিমধ্যেই ১৫ থেকে ২০ টি গরুর মৃত্যু হয়েছে। পুলিশ এই ঘটনার বিরুদ্ধে মামলা রুজু করে। এরপরই চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বামহোরের কাছে একটি রেল ব্রিজের উপর থেকে গরুগুলিকে সাতনা নদীতে ফেলে দেওয়া হয়। এরপরই এই ঘটনায় জড়িত হিসেবে বেটা বাগরি, রবি বাগরি, রামপাল চৌধুরী এবং রাজলু চৌধুরী নামে চার ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় মোট ৫০ টি গরু ছিল,যার মধ্যে ইতিমধ্যেই ১৫ থেকে ২০ টি গরুর মৃত্যু হয়েছে। এই চার অভিযুক্ত কী কারণে এই ঘটনা ঘটাল এবং তাদের সঙ্গে আর কেউ এই কাণ্ডে যুক্ত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে ৫০ টি গরুর মধ্যে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। দিনভর সাতনা নদীতে সন্ধান অভিযান চালাচ্ছে মধ্যপ্রদেশ পুলিশ। কিছু গরুকে উদ্ধার করা গেলেও কয়েকটি এখনও নিখোঁজ বলে পুলিশ সূত্রে খবর।
সাতনা নদীতে ভেসে যাচ্ছে এক পাল গরু
50 Cows Thrown Into Madhya Pradesh River, 20 Dead, Police Registers Case https://t.co/HSW63GG249
— NDTV (@ndtv) August 28, 2024