ভোপাল, ১৩ সেপ্টেম্বর: আনন্দের শেষটা আর সুখের হল না, প্রিয়জন হারানোর দুঃখে ভারী হয়ে উঠল ভোপালের আকাশ। গণেশ ঠাকুর বিসর্জন (Ganpati Visarjan) দিতে গিয়ে মর্মান্তিক ঘটনা, ডুবে গেলেন বিসর্জন পার্টির প্রত্যেকেই। শুক্রবার সকালে উদ্ধারকারী দলের তৎপরতায় এখনও পর্যন্ত ১১ জনের দেহের খোঁজ মিলেছে। তবে সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী নৌকায় থাকা বাকিদের খোঁজে নদীতে তল্লাশি চলছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালের খাটলাপুরা ঘাটে (Khatlapura Ghat )। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাস করেছেন রাজ্যের সাংসদ তথা মন্ত্রী পিসি শর্মা। তিনি বলেছেন, “এই ঘটনা বাস্তবিকই দুঃখজনক। জেলাশাসকের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে চার লক্ষ টাকার আর্থিক সহায়তা ঘোষণা হয়েছে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও করা হবে।”
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, নৌকায় প্রয়োজনের অতিরিক্ত মানুষ থাকার কারণেই সেটি উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতে এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল ওড়িশার কেন্দ্রপাড়া এলাকায় বঙ্গোপসাগর ও মহানদীর সঙ্গমস্থলে। ৩০জনের একটি দল পিকনিকের উদ্দেশ্যে নৌকা করে রওনা হয়েছিল, তবে সমুদ্র সঙ্গমে গিয়েই সেটি উল্টে যায়। একই সঙ্গে অনকে মানুষের সলিল সমাধি ঘটে। আরও পড়ুন-Bhopal: ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি চাওয়া হয়েছিল, অত্যধিক বৃষ্টির জ্বালায় এবার সেই ব্যাঙ যুগলের ডিভোর্স দেওয়া হল
Madhya Pradesh: 11 bodies recovered at Khatlapura Ghat in Bhopal after the boat they were in, capsized this morning. Search operation is underway. More details awaited. pic.twitter.com/mEMSJdzhE9
— ANI (@ANI) September 13, 2019
উল্লেখ্য, চলতি বছরে গোটা মধ্যপ্রদেশে অতিবৃষ্টির জেরে বন্যার আকার নিয়েছে চতুর্দিক। তারমধ্যেই এক অদ্ভুত ঘটনা ঘটেছে ভোপালে। মাস দুয়েক আগে খরার কারণে গোটা রাজ্য যখন শুকিয়ে খা খা করছে তখন ভোপালে বৃষ্টি আনার জন্য ব্যাঙের ((Frog)) বিয়ে দেওয়া হয়েছিল। প্রচন্ড গরমে অতিষ্ট স্থানীয় বাসিন্দারা গত ১৯ জুলাই ব্যাঙের বিয়ে দিয়েছিলেন বৃষ্টি আনার জন্য। বিশ্বাস, ব্যাঙের বিয়ে দেখে ইন্দ্রদেবকে খুশি হয়ে খরা প্রবণ ভোপালে বৃষ্টি এনে দেবেন। আর তাই যারা ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি আনার প্রার্থনা করেছিলেন। তারাই সেই ব্যাঙ দুটোর মধ্যে ডিভোর্স দিয়ে বৃষ্টি থামানোর প্রার্থনা জানালেন। ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, ভোপালে এক অনুষ্ঠানের রীতিমত মন্ত্র পরে ব্যাঙ দুটির ডিভোর্স করানো হয়। যে সংগঠন ব্যাঙের বিয়ে ও ডিভোর্স দুই দিয়ে বৃষ্টির আনা, আর থামানোর জন্য পুজো করল তাদের দাবি, এবার ভোপালে বৃষ্টি কমবে।