Photo Credits: ANI

লুধিয়ানা: পুলিশি এনকাউন্টারে (Police encounter) মৃত্যু হল এক অপরাধীর (criminal)। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) লুধিয়ানার (Ludhiana) কোহদা মাছিওয়াড়া রোডে (Kohda Machhiwada Road)। ঘটনার জেরে পুলিশের একজন এএসআইও জখম হয়েছেন। তাঁর উরুতে গুলি লেগেছে। অন্য একজন পুলিশ অফিসার বুলেটপ্রুফ জ্যাকেট (bulletproof jacket) পড়ায় প্রাণে বেঁচে যান। ঘটনাস্থল থেকে তিনজন অপরাধীকে গ্রেফতার (arrested) করেছে পুলিশ। আরও পড়ুন: Pinaka Weapon System: সেনার জন্য সুখবর! ২৮০০ কোটি টাকার রকেট কেনায় অনুমোদন প্রতিরক্ষা মন্ত্রকের

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে লুধিয়ানার পুলিশ কমিশনার (Ludhiana Police Commissioner) কুলদীপ সিং চাহাল বলেন, "এই দুষ্কৃতীরা প্রায় দু-ডজন ডাকাতি এবং অন্যান্য অপরাধমূলক ঘটনায় ওয়ান্টেড ছিল। লুধিয়ানা পুলিশ দীর্ঘদিন ধরে এই চক্রটিকে খুঁজে বের করার চেষ্টা করছিল। মুখ্যমন্ত্রীও এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। এই দলটি বেশ কিছু অপরাধ করেছে, বহু মানুষকে গুলি করেছে, লুটপাট করেছে। ইতিমধ্যেই এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং চতুর্থজন সুখদেব ওরফে ভিকিকে পুলিশ তাড়া করেছিল। সে ক্রস ফায়ারিংয়ে (cross-firing) মারা গেছে।" আরও পড়ুন: Loudspeakers & Meat Regulations In MP: মধ্যপ্রদেশে ধর্মীয় ও প্রকাশ্য স্থানে লাউডস্পিকারের যথেচ্ছ ব্যবহার নিষিদ্ধ, প্রকাশ্যে মাংস বিক্রি বন্ধের নির্দেশ নতুন মুখ্যমন্ত্রীর

দেখুন ভিডিয়ো: