নতুন দিল্লি, ১ নভেম্বর: এক ধাক্কায় ২৬৬ টাকা দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের (Commercial LPG)। দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের প্রতি লিলিন্ডারের (Cylinder) দাম এখন দিতে হবে ২ হাজার ৫০ পয়সা। আগে দাম ছিল ১ হাজার ৭৩৪ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ২ হাজার ৭৩ টাকা ৫০ পয়সা। মুম্বইয়ে দাম ১ হাজার ৯৫০ টাকা। চেন্নাইয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ১৩৩ টাকা।

বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ার কারণে নিশ্চিতভাবে এর প্রভাব সাধারণ মানুষর উপরে। হোটেল, রেস্তরাঁতে খাওয়ার খরচ বাড়বে। তাতে ঘুরপথে সাধারণ মানুষের উপরেই প্রভাব পড়বে।

পেট্রল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এখন রান্নার গ্যাসের দাম ২ হাজার পার করায় হোটেলের হেঁসেলেও আগুন ধরবে বলেই আশঙ্কা।