রান্নার গ্যাস (Photo Credit: File Image)

নতুন দিল্লি, ১ এপ্রিল: দেশজুড়ে লকডাউনের মাঝেই স্বস্তির খবর। দাম কমল রান্নার গ্যাসের (LPG )। ভর্তুকিহীন গ্যাসের দাম সিলিন্ডার পিছু গড়ে কমল ৬২ টাকা। ফলে কলকাতায় (Kolkata) সিলিন্ডার পিছু গ্যাসের হল ৭৭৪ টাকা ৫০ পয়সা। দিল্লিতে (Delhi) সিলিন্ডার পিছু দাম হয়ছে ৭৪৪ টাকা। মুম্বইয়ে (Mumbai) রান্নার গ্যাসের নতুন দাম ৭১৪ টাকা ৫০ পয়সা। চেন্নাইয়ে (Chennai) দাম কমে হল ৭৬১ টাকা ৫০ পয়সা। আজ থেকেই নতুন দাম কার্যকর হল। এর আগে গত মাসেও ৫৬ টাকা দাম কমানো হয়েছিল।

লকডাউনের কারণে সাধারণ মানুষর কথা বিবেচনা করে রান্নার সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত প্রতিটি পরিবারকে বিনামুল্যে ৩টি করে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই উজ্জ্বলার অধীনে থাকা পরিবারগুলি এর সুবিধা পাওয়া শুরু করেছেন। এবার সাধারণ মধ্যবিত্তও সাময়িক স্বস্তি পেল। লকডাউনের জেরে গ্যাসের ডেলিভারির সমস্যা নিয়ে এমনিতেই সমস্যায় ছিলেন শহর কলকাতার বাসিন্দারা। ডেলিভারি বয়ের অভাবে অনেক সময় সময়মতো গ্যাস পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছিল না। সেই সমস্যার মধ্যে দাম কমার সিদ্ধান্ত হাসি ফোটাবে গৃহস্থের মুখে। আরও পড়ুন: Uttar Pradesh Farmer Commits Suicide: সর্দি জ্বর হয়েছে, করোনাভাইরাস ভেবে আতঙ্কিত চাষি গ্রামকে বাঁচাতে কুয়োয় ঝাঁপ দিলেন

এদিকে ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। করোনাভাইরাসের সংক্রমণের উদ্ভূত পরিস্থিতির জেরে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি ১ টাকা করে বাড়িয়েছে। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১ টাকা ১ পয়সা বেড়ে হয়েছে ৭৩ টাকা ৩০ পয়সা। আর ডিজেলের দাম লিটার প্রতি ১ টাকা বেড়ে হয়েছে ৬৫ টাকা ৬২ পয়সা।