
দেশে জরুরি অবস্থা আরোপের ৫০ বছর পূর্তিতে বুধবার দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে 'সংবিধান হত্যা দিবস' পালিত হবে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আজ 'লং লিভ ডেমোক্রেসি যাত্রা'র সূচনা করবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক (Ministry of Culture) এবং দিল্লি সরকার (Delhi Government) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে। সংস্কৃতি মন্ত্রক এই তথ্য জানিয়েছে।
সাংবিধানিক মূল্যবোধ, গণতান্ত্রিক অধিকার এবং জরুরি অবস্থা থেকে প্রাপ্ত শিক্ষা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই লং লিভ ডেমোক্রেসি যাত্রা সারা দেশে সফর করবে। অমিত শাহ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। স্টেডিয়ামে ভারতীয় গণতন্ত্রের উপর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।
উল্লেখ্য, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৭৫ সালের ২৫ জুন মধ্যরাতে আকাশবাণীতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তা চলে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত। জরুরি অবস্থা ভারতের স্বাধীনতা-পরবর্তী ইতিহাসের অন্যতম কালো অধ্যায়। এই সময়কালে নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা হয়েছিল। সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির অধিকার খর্ব করা হয়েছিল। গত বছর কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে ২৫ জুনকে সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করে।