দিল্লি, ২ জুলাই: সোমবার লোকসভার অধিবেশনে বিজেপি-সহ এনডিএ (NDA) সরকারের বিরুদ্ধে জোরদার আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায় রাহুল গান্ধীকে। লোকসভার বিরোধী দলনেতা সোমবার যে সমস্ত কথা বলেন সংসদে দাঁড়িয়ে, তার বিভিন্ন অংশ ছেটে ফেলা হচ্ছে। রাহুল গান্ধীর বক্তব্যের যে স্থানে হিন্দুদের নিয়ে মন্তব্য ছিল, সেই অংশ বাদ দেওয়া হচ্ছে বলে খবর। পাশাপাশি নরেন্দ্র মোদী, বিজেপি এবং আরএসএসকে নিয়ে রাহুলের বেশ কিছু বক্তব্যও বাদ দেওয়া হচ্ছে বলে খবর।
দেখুন ট্যুইট...
Several portions of Lok Sabha LoP Rahul Gandhi's speech in the House yesterday have been expunged.
The portions expunged include his comments on Hindus, and PM Narendra Modi-BJP-RSS among others.
— ANI (@ANI) July 2, 2024
সোমবার লোকসভার অধিবেশন শিবের ছবি হাতে নিয়ে বিজেপি নেতাদের আক্রমণ করেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ বলেন,যাঁরা নিজেদের হিন্দু বলে দাবি করছেন, তাঁরা শুধু ঘৃণা, মিথ্যে এবং হিংসা ছড়াচ্ছেন। রাহুল গান্ধীর ওই মন্তব্যের পর থেকেই লোকসভায় উত্তেজনা ছড়াতে শুরু করে। এমনকী রাহুল গান্ধীর হিন্দু (Hindu) মন্তব্যের জেরে পালটা মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
প্রধানমন্ত্রী বলেন, গোটা হিন্দু সম্প্রদায়কে 'হিংসাত্মক' হিসেবে ছবি চিত্রিত করা অত্যন্ত গুরুতর বিষয়। রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের জেরে যখন মুখ খোলেন প্রধানমন্ত্রী, তারপর অমিত শাহকেও পালটা মন্তব্য করতে দেখা যায়। হিন্দু মন্তব্যের জেরে রাহুল গান্ধী যাতে ক্ষমা চান, সেই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। সেই সঙ্গে কংগ্রেস সাংসদের হিন্দু মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস আমলের জরুরি অবস্থার কথাও তুলে ধরেন অমিত শাহ।