PM Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

সোমবার লোকসভায় রাহুল গান্ধীর (Rahul Gandhi)  'হিন্দু' (Hindu) মন্তব্যের জেরে জোরদার হইহট্টগোল শুরু হয়ে যায়। রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের বিরোধিতা শুরু করেন বিজেপি-সহ এনডিএ জোটসঙ্গীরা। রাহুল গান্ধীর বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে যাতে বিজেপি-সহ এনডিএ সাংসদরা লোকসভার নিয়ম নীতি না ভাঙেন, সে বিষয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। পাশাপাশি এনডিএ জোট সদস্যদের ব্যবহার যাতে লোকসভায় অনুকরণীয় হয়, সে বিষয়েও মোদী পরামর্শ দেন বলে খবর। মঙ্গলবার সকালে ছিল এনডিএ সংসদীয় দলের বৈঠক। যেখানে বিজেপির শীর্ষ নেতারা হাজির হন। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার পর এটি ছিল মোদীর প্রথম এনডিএ সংসদীয় দলের বৈঠক। যেখানে সংসদে এনডিএ সদস্যদের ব্যবহার অনুকরণীয় হয়ে থাকে, সে বিষয়ে নিশ্চিত করার কথা বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Rahul Gandhi: রাহুল গান্ধীর 'হিন্দু' মন্তব্যে উত্তাল, লোকসভা থেকে বাদ কংগ্রেস সাংসদের বক্তব্যের বেশ কিছু অংশ

এনডিএ-র বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা বিজেপি-সহ জোটের নেতাদের...