Loksabha Election 2024: 'চিনের কিছু অংশের নামকরণ যদি আমরা করি', অরুণাচলে বেজিংকে বিঁধলেন রাজনাথ
Photo: FB

দিল্লি, ৯ এপ্রিল: অরুণাচল (Arunachal Pradesh) প্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে চিনকে (China) বিঁধলেন রাজনাথ সিং (Rajnath Singh) । অরুণাচলের নামসাইতে প্রচারে যান রাজনাথ।  সেখানে অরুণাচলের বেশ কিছু অংশের নামকরণ যেভাবে চিন করেছে, তার বিরুদ্ধে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী।  রাজনাথ বলেন, ভারত যদি চিনের সীমানার বেশ কিছু অংশের নামকরণ করে, তখন বেজিংয়ের কী উপলব্ধি হবে।

আরও পড়ুন: Loksabha Election 2024: 'মোদী সরকারের আমলে ভারতের এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি চিন', অসমে বললেন শাহ

রাজনাথ সিং বলেন, অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, এখনও রয়েছে, ভবিষ্যতেও থাকবে।  চিনের এই ধরনের পদক্ষেপ বা মন্তব্য দিল্লির সঙ্গে বেজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও খারাপ করবে বলে স্পষ্ট জানান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। ভারত সব সময় প্রতিবেশী দেশগুলির সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায়।  কিন্তু কেউ ভারতের সার্বভৌমত্বে আঘাত করলে, তার বিরুদ্ধে কড়া জবাব দিল্লির তরফে দেওয়া হবে বলেও অরুণাচল প্রদেশ থেকে চিনকে শক্ত ভাষায় জবাব দেন রাজনাথ সিং।