Loksabha Election 2024: 'মোদী সরকারের আমলে ভারতের এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি চিন', অসমে বললেন শাহ
Amit Shah (Photo Credit: Twitter)

দিল্লি, ৯ এপ্রিল: নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকরের আমলে চিন (China) এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি। অসমের (Assam) জনসভায় গিয়ে এবার এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার  অসমের লখিমপুরে এক সমাবেশে  হাজির হন অমিত শাহ। সেখানে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন,  চিনা আগ্রাসনের সময় জওহরলাল নেহেরু অসমকে কীভাবে 'বাই' বলেছিলেন, তা এখানকার মানুষ কখনই ভুলবে না। প্রধানমন্ত্রী মোদির সরকারের অধীনে, চিন এক ইঞ্চি জমিও ভারতের দখল করতে পারেনি। অসম এবং অরুণাচল প্রদেশ কখনও ১৯৬২ ভুলতে পারবে না বলেও মন্তব্য করেন অমিত শাহ।

আরও পড়ুন: Loksabha Election 2024: এবার আমেঠি থেকে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢ়রা? কী বললেন সোনিয়া-জামাতা

অসমেপ জনসভা থেকে শাহ আরও বলেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের সঙ্গে দেশের সীমান্ত সুরক্ষিত করেছে। সেই সঙ্গে ভারতের মাটিতে অনুপ্রবেশ বন্ধ করেছে বলে মন্তব্য করেন অমিত শাহ।