দিল্লি, ৯ এপ্রিল: এবার কি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমেঠি (Amethi) থেকে লড়াই করবেন রবার্ট বঢ়রা? আমেঠি আসন থেকে এবার প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তথা ব্যবসায়ী রবার্ট বঢ়রা লড়তে পারেন বলে শোনা যাচ্ছে। রিপোর্টে প্রকাশ, লোকসভা নির্বাচনে রবার্ট বঢ়রা (Robert Vadra) যাতে লড়াই করেন, তার জন্য গোটা দেশের কংগ্রেস কর্মী, সমর্থকদের কাছ থেকে ফোন পাচ্ছেন। বিশেষ করে আমেঠি থেকে। ফলে প্রিয়াঙ্কা গান্ধীর ব্যবসায়ী স্বামী এবার লোকসভা নির্বাচনে লড়াই করতে পারেন বলে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তরফে সূত্রের খবর হিসেবে প্রকাশ করা হয়।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'গরীবকে ক্ষুদার্থই থাকতে দেয় কংগ্রেস', নির্বাচনী প্রচারে অভিযোগ যোগীর
সংবাদ সংস্থা আইএএনএসের এক সাক্ষাৎকারে রবার্ট বঢ়রা বলেন, শুধু আমেঠি নয়, গোটা দেশের কর্মী, সমর্থকদের কাছ থেকে তিনি ফোন পাচ্ছেন। রবার্ট যাতে রাজনীতিতে নিজেকে মগ্ন করেন, সেই দাবি নিয়ে বার বার মানুষ তাঁকে ফোন করছেন। যার মধ্যে আমেঠি একটি গুরুত্বপূর্ণ আসন। কারণ ১৯৯৯ সাল থেকে তিনি ভোটের সময় আমেঠিতে প্রচারে বেরচ্ছেন বলে জানান সোনিয়া গান্ধীর জামাতা। ফলে রবার্ট বঢ়রা এবার আমেঠি থেকে লড়াই করবেন কি না,তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।