Droupadi Murmu, Narendra Modi (Photo Credit: Twitter)

দিল্লি, ৮ মে: গায়ের রংয়ের কারণে দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu ) রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত করতে চেয়েছিল কংগ্রেস। বুধবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।  বুধবার প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে মোদী বলেন, গায়ের রং নিয়ে এই অপমান দেশের মানুষ সহ্য করবেন না।  এরপরই প্রধানমন্ত্রীর আরও সংযোজন, দ্রৌপদী মুর্মুকে যখন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়, তখন কেন কংগ্রেস এর বিরুদ্ধাচারণ করে,তাঁরা বুঝতে পারছিলেন না। আদিবাসী পরিবারের সন্তান, একজন ভাল মানুষ দ্রৌপদী মুর্মু।   তাহলে কেন দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিরুদ্ধে যায় কংগ্রেস, তা বুঝতে পারছিলেন না।  মুর্মুর বিরুদ্ধাচারণ কেন সেদিন করে কংগ্রেস, তার কারণ এখন তাঁদের কাছে স্পষ্ট বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী।

শুনুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

আরও পড়ুন: Congress On Sam Pitroda: 'দক্ষিণীরা আফ্রিকানদের মত, পূর্বের মানুষদের চিনাদের মত দেখতে', স্যাম পিত্রোদার মন্তব্য 'গ্রহণযোগ্য' নয় বলল কংগ্রেস

স্যাম পিত্রোদাকে 'আমেরিকার আঙ্কল' বলে কটাক্ষ করেন মোদী।  প্রধানমন্ত্রী বলেন, 'বিদেশে যে আঙ্কল বসে রয়েছেন, তিনি কংগ্রেসের শেহজাদার (রাহুল গান্ধী) ফিলোজফিক্যাল গুরু।  ক্রিকেটে যেমন থার্ড আম্পায়ার থাকেন, পিত্রোদাও তেমনি কংগ্রেসে থার্ড আম্পায়ার এবং তাঁর কাছ থেকেই রাহুল গান্ধী পরামর্শ নেন 'বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।