দিল্লি, ৮ এপ্রিল: বরুণ গান্ধীকে (Varun Gandhi) এবার পিলভিটের টিকিট দেয়নি বিজেপি। বরুণ গান্ধী যখন পিলভিট থকে টিকিট পাননি, সে বিষয়ে বিদায়ী সাংসদ খোলা চিঠি লেখেন সেখানকার মানুষের উদ্দেশে। যে ঘটনা নিয়ে রাজনৈততিক মহলে জোর শোরগোল শুরু হয়ে যায়। পিলভিট থেকে বরুণ গান্ধী টিকিট না পাওয়ায় এবার মুখ খুললেন মানেকা গান্ধী (Maneka Gandhi)। বরুণ গান্ধীর মা তথা সুলতানপুরের বিজেপি প্রার্থী বলেন, যা হয়েছে, তা পুরোপুরি দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত। বরুণ গান্ধী ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করবেন। দেশের উন্নতি যাতে হয়, বরুণ গান্ধী তেমন কাজ করবেন বলে জানান বিজেপির প্রাক্তন মন্ত্রী।
পাশপাশি ছেলে যে টিকিট পায়নি এবার, তা পুরোপুরি দলের হাই কমান্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করে হয়েছে। এ বিষয়ে তাঁর কিছু বলার নেই বলেও মন্তব্য করেন মানেকা গান্ধী।