Varun Gandhi (Photo Credit: Instagram)

দিল্লি, ২৮ মার্চ: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পিলভিট আসন থেকে  টিকিট দেওয়া হয়নি বরুণ গান্ধীকে। বরুণ গান্ধীকে (Varun Gandhi) পিলভিট থেকে টিকিট না দেওয়ায়  এই প্রথম মুখ খুললেন মানেকা-পুত্র। পিলভিট (Pilibhit) থেকে টিকিট না পেয়ে কার্যত আবেগপ্লুত হয়ে পড়েন বরুণ গান্ধী। বিজেপি নেতা বলেন, মাত্র ৩ বছর বয়সে তিনি প্রথম পিলভিটে পা রাখেন। মায়ের হাত ধরে প্রথম পিলভিটে আসেন তিনি। এরপর ক্রমাগত পিলভিট তাঁর কর্মস্থল হয়ে ওঠে। পিলভিট যে তাঁর শুধু কর্মস্থল,তা নয়। সেখানকার মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক। তাঁর পরিচয় তৈরি করেছে পিলভিট। পাশাপাশি তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গও হয়ে উঠেছে পিলভিট। পিলভিটের  মানুষের জন্য কাজ করতে পেরে, তিনি ধন্য। পিলভিটের মানুষ, তাঁর জীবনের অঙ্গ বলেও নিজের খোলা চিঠিতে বলেন গান্ধী পরিবারের অন্যতম সদস্য বরুণ।

আরও পড়ুন: Loksabha Election 2024: '৪০০ আসন পাবই', জোর গলায় দাবি বিজেপির রবি কিষণের

এসবের পাশাপাশি বরুণ গান্ধী নিজের খোলা চিঠিতে আরও বলেন, পিলভিটের সাংসদ হিসেবে, তাঁর কার্যকাল শেষের মুখে। কিন্তু পিলভিটের সঙ্গে তাঁর সম্পর্ক কখনও শেষ হবে না বলেও মন্তব্য করেন মানেকা-পুত্র বরুণ গান্ধী।

প্রসঙ্গত ১৯৮৯ সালের পর এই প্রথম গান্ধী পরিবারের কোনও সদস্য পিলভিট থেকে প্রার্থী হচ্ছেন না।