লখনউ, ৯ মে: লোকভা নির্বাচনে (Loksabha Election) মনোনয়ন পত্র দাখিল করতে গিয়ে চোখে পড়ল এক অদ্ভুদ ছবি। যেখানে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) চন্দৌলির প্রার্থী সত্যেন্দ্র কুমার মৌর্যকে নিজের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় কোমরে পিস্তল গুঁজে নিয়ে যেতে দেখা যায়। মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে চান্দৌলির প্রার্থীর যখন কোমরে গোঁজা বন্দুকের ঝলক দেখা যায়, তখন তা ক্যামেরাবন্দি হয়ে যায়। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর গুঞ্জন ছড়ায়। সেই সঙ্গে শুরু হয় প্রবল সমালোচনা।
দেখুন ভিডিয়ো...
#WATCH | Uttar Pradesh: Bahujan Samaj Party (BSP) Chandauli Candidate Satyendra Kumar Maurya carried his licensed pistol to the collectorate while filing his nomination. pic.twitter.com/6czGl4iZIE
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 9, 2024
যে বিষয়ে পুলিশকে জিজ্ঞাসা করা হলে জানা যায়, লাইসেন্স করানো বন্দুক নিয়েই সত্যেন্দ্র কুমার মনোনয়ন পত্র জমা দিতে যান। যা দেখার পর পুলিশ ওই বিএসপি প্রার্থীকে লাইসেন্স দেখানোর কথা বলে। পুলিশের কথা শুনের নিজের বন্দুকের জন্য করানো লাইসেন্স প্রকাশ্যে আনেন বসপা প্রার্থী সত্যেন্দ্র কুমার।
শুনুন কী বললেন পুলিশ আধিকারিক...
#WATCH | Uttar Pradesh: Additional SP, Chandauli, Satyendra Kumar Maurya says, "A particular party's candidate had come to file his nomination for Lok Sabha elections in Chandauli. He had his licensed pistol...During the police check it was found and then the police asked for his… https://t.co/zIUsXuDO9A pic.twitter.com/H3WWWIrfIS
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 9, 2024