Tejaswi Yadav (Photo Credit: Instagram)

দিল্লি, ১০ এপ্রিল: নবরাত্রি ( Navratri)  চলাকালীন মাছ খাওয়ায় অর্থাৎ আমিষ ভক্ষণ করায় তেজস্বী যাদবকে (Tejaswi Yadav) আক্রমণ করল বিজেপি। আরজেডি নেতা তথা বিহারের (Bihar) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে 'মরশুমের সনাতনী' বলে কটাক্ষ করা হয় বিজেপির তরফে। সম্প্রতি বিকাশশীল ইনসান পার্টির নেতা মুকেশ সাহনি এবং তেজস্বী যাদবকে একটি হেলিকপ্টারে বসে মাছ খেতে দেখা যায়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই লালু প্রসাদ যাদবের ছেলেকে কটাক্ষ করা হয় বিজপির তরফে। তেজস্বী মরশুমি সনাতনী বলে আক্রমণ করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

বিজেপির কটাক্ষ, লালু প্রসাদ যাদব যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় বহু রোহিঙ্গা এবং বাংলাদেশিদের অনুপ্রবেশ হয়। ওই সমস্ত রোহিঙ্গা এবং বাংলাদেশিরা সনাতন ধর্মের মুখোশ পরে তুষ্টির রাজনীতি করেন বলে অভিযোগ করা হয় গেরুয়া শিবিরের তরফে।