রাম নবমীতে (Ram Navami) ত্রিপুরার আগরতলায় জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রাম নবমীতে আগরতলায় গিয়ে মোদী বলেন, ৫০০ বছরের অপেক্ষা শেষ হয়েছে। ৫০০ বছর পর রামলালা অবশেষে অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। সম্প্রতি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওইদিন দেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষ সংশ্লিষ্ট অনুষ্ঠানে যোগ দেন। রাম মন্দির উদ্বোধনের পর এবার সাড়ম্বরে অযোধ্যায় পালিত হচ্ছে রাম নবমী।
শুনুন কী বললেন প্রধানমন্ত্রী...
#WATCH | Addressing a public rally in Agartala, Tripura, Prime Minister Narendra Modi says, "Today is the auspicious occasion of Ram Navami. After 500 years and a long wait, it is that Ram Navami when Lord Ram is 'Virajman' in Ayodhya's temple. pic.twitter.com/FkNXKNDn0l
— ANI (@ANI) April 17, 2024