File Photo (Photo Credit: ANI)

১৪৩ সাংসদকে বরখাস্তের পর তাদের সংসদভবনের বিভিন্ন কার্যাবলীতেও নিষেধাজ্ঞা জারি করা হল। লোকসভার সেক্রেটারিয়েটের পক্ষ থেকে একটি সার্কুলার জারি করার মাধ্যমে বরখাস্ত সাংসদদের সংসদের চেম্বার, লবি, গ্যালারি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এরই প্রতিবাদে ২২ ডিসেম্বর দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন। সংসদে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি জারি করে দাবি তোলে বিরোধীরা। সেই দাবির কারণেই বিশৃঙ্খলা এবং সেই থেকে বারখাস্ত করা হয় সাংসদদের।

তিনি আরও জানান, "আমরা একটি রেজোলিউশন পাশ করেছি, বরখাস্ত করা অগনতান্ত্রিক, আমাদের সবাইকে গনতন্ত্র রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। এবং আমরা সেটা করা জন্য প্রস্তুত রয়েছি। সংসদে নিরাপত্তার ইস্যু আমরা তুলেছিলাম।আমরা বলেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা এবং রাজ্যসভায় আসুন এবং এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ব্যাপারে বলুন,কিন্তু তিনি তা খারিজ করে দেন।"