এক্সিট পোল বলছে বঙ্গে আসছে গেরুয়া ঝড়, কিন্তু ঝড়ের ইঙ্গিতকে নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ফের দেশজুড়ে গেরুয়া ঝড়ের ইঙ্গিত। নিজের রেকর্ড ভাঙবে বিজেপি?  মোদীর পক্ষে ৩-৩.৫ শতাংশ ভোট সুইং? বাংলাতেও বিজেপির জয়ের আভাস। ২২-এর বেশি আসন পেতে পারে বিজেপি। তৃণমূলকে তাড়াতে মোদীকে ভোট? মোদীকে ভোট দিচ্ছেন বাংলার মানুষ? আর ঘণ্টাখানেক পড়েই শুরু হবে লোকসভা ভোটের গণনা। সারা দেশের সঙ্গে গণনা হবে বাংলার ৪২ আসনেও। এ রাজ্যে ৫৫টি গণনা কেন্দ্র থাকছে। ত্রিস্তরীয় বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গণনাকেন্দ্রগুলি। ৪১৮টি কাউন্টিং হল। ৪ হাজার ৯৪৪টি কাউন্টিং টেবিল থাকবে। তিন লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট। গড়ে ১৭ রাউন্ড গোনা হবে। সর্বোচ্চ ২৩ রাউন্ড। সর্বনিম্ন ৯ রাউন্ড গণনা হবে।

অষ্টাদশ লোক সভা নির্বাচনের ফলাফল ও গণনা দেখুন রিপাবলিক বাংলা চ্যানেলে ক্লিকে-

https://bangla.republicworld.com/livetv.html