নরেন্দ্র মোদী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ছুটে চলেছে নরেন্দ্র মোদীর (Narendra Modi) জয়রথ। একক সংখ্যা গরিষ্ঠতা না পেলেও, ফের প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নমো। মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশ (Lok Sabha Election Results 2024) হয়। এরপর বুধবার, রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী (Prime MInister) পদ থেকে ইস্তফা দেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেন।শোনা গিয়েছিল, শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে অন্য কথা, সূত্রের খবর, শনিনার নয়। সব ঠিক থাকতে আগামী রবিবার সন্ধ্যায় শপথ নেবেন তিনি। বিজেপি সূত্রে খবর,এদিন মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিং, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল। এ ছাড়াও রয়েছে অন্যান্য পরিকল্পনা।

এই খবরটিও পড়ুনঃ অবশেষে স্বস্তিতে দিল্লি, মিটছে জলসঙ্কট, যমুনা বোর্ড নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত, গত মঙ্গলবার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। ৫৪৩ আসনের ২৯২ টি পেয়েছে এনডিএ। বিরোধী ইন্ডিয়া জোটের দখলে ২৩৩ টি আসন। বাকি ১৮ টি পেয়েছে অন্যান্য দল। বিজেপি এককভাবে পেয়েছে ২৪০ টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এ বার সরকার গঠনের জন্য অন্যান্য শরিক দলগুলির উপর নির্ভর করতে হবে বিজেপিকে। তাই শেষ পর্যন্ত সমীকরণ কী হয় তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।