নয়াদিল্লিঃ জলকষ্ট থেকে কিছুটা স্বস্তি পেতে চলেছে দিল্লি (Delhi)। জলসঙ্কট থেকে মুক্তি পেতে পড়শি তিন রাজ্য থেকে বাড়তি জল চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল আপ সরকার (AAP Government)। অবশেষে দিল্লিবাসীর পক্ষে রায় দিল আদালত। হিমাচল প্রদেশকে কাল থেকে প্রতিদিন দিল্লিকে ১৩৭ কিউসেক জল দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। হরিয়ানার ক্যানাল এলাকা দিয়ে যাতে এই জল ঠিকমতো দিল্লিতে পৌঁছয় তার নিশ্চিত করতে হবে হরিয়ানা সরকারকে এও নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি সোমবার অর্থাৎ ১০ ই জিন। সেদিন সব পার্টিকে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফে।
এই খবরটিও পড়ুনঃ জামিনের আবেদন খারিজ! আপাতত তিহাড়েই থাকতে হবে কেজরিওয়ালকে
প্রসঙ্গত, গত কিছুদিন ধরে দিল্লির গরম আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বেড়েছে জলের চাহিদা। আর তাতেই দেখা দিয়েছে তীব্র জলসঙ্কট। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হরিয়ানা, হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশের থেকে বাড়তি জল চাওয়ার আবেদন করে দিল্লি সরকার। হিমাচল প্রদেশ জল দিতে রাজি হলেও, বিজেপি শাসিত হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে কোনও সদুত্তর না পেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় দিল্লি সরকার। গত সোমবার, প্রশান্ত কুমার মিশ্র এবং কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি হয়। দ্রুত যমুনা জল বোর্ডের বৈঠক ডেকে এই সমস্যার সমাধানের নির্দেশ দেয় আদালত। ৬ই জুন অর্থাৎ আজ,যমুনা জল বোর্ডের বৈঠকে কী সিদ্ধান্ত হল তা আদালতে জানানোর কথা। আজ, বৃহস্পতিবার উভয় পক্ষের বক্তব্য ও সিদ্ধান্ত শুনে অবশেষে হিমাচল প্রদশকে বাড়তি জল দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
Water shortage issue in Delhi: The SC has directed Himachal Pradesh to release 137 cusecs of water daily starting tomorrow. Haryana has been asked to cooperate in ensuring the water reaches Delhi through the canal in its territory. The SC will hold the next hearing on Monday and… pic.twitter.com/x7mnQnq8f4
— IANS (@ians_india) June 6, 2024