বিশাখাপটনম, ২৬ মার্চ: লকডাউন পরিস্থিতির মধ্যে যেখানে সাধারণ মানুষের খাদ্য সামগ্রী পেতে কালঘাম ছুটছে, সেখানে মদ চুরি! আসলে সত্যিই এটা ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনমে (Visakhapatnam)। বৃহস্পতিবার গুজুওয়াকা এলাকার একটি বন্ধ মদের দোকানে ঢোকে কয়েকজন চোর। এর পর দোকান থেকে ১৪০ বোতল মদ (liquor bottles) চুরি করে নিয়ে যায়।
দেশে ২১ দিনের লকডউন শুরু হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে বন্ধ রয়েছে সমস্ত মদের দোকান। জানা যাচ্ছে, যে দোকানে চুরি হয়েছে সেটি স্থানীয় থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত। আরও জানা যাচ্ছে যে মোট ১২টি পেটি চুরি হয়েছে। যার বাজারমূল্য দেড় লাখ টাকা। আরও পড়ুন: Corona Fries: বিশ্বজুড়ে আতঙ্কের মাঝে জিভে জল আনছে 'করোনা পকোড়া'
স্থানীয় থানার এক কনস্টেবল বলেন, "যতগুলো পারবে বলে মনে হয়েছে ততগুলো বোতল নিয়ে গেছে। মনে হচ্ছে ওরা মোটরসাইকেলে এসেছিল। অন্য গাড়ি আনলে পুরো দোকানটাই লুট করে নিত।"